সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন পুজা নির্বিঘ্নে উদযাপন করার উপলক্ষে সকাল ১১টায় বোদা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট বোদা উপজেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। এসময় প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন- ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার, কিন্ত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দোসরা আসন্ন পুজায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে বুঝাতে চায় বর্তমান অন্তর্বতী সরকার দেশ পরিচালনায় ব্যার্থ এবং বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই আমাদের দেশের সনাতন ধর্মাবলম্বী সকল মানুষের নিরাপত্তা দিয়ে বুঝিয়ে দিতে হবে আমরা সকলেই বাংলাদেশী।
সভায় আরোও উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক আব্দুল মান্নান, যুগ্ন আহ্বায়ক সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ জেলা কৃষক দলের সদস্য সচিব শাহজাহান সিরাজ, জেলা তাতীঁদলের সদস্য সচিব আলমগীর খোকন উপজেলা কৃষক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন উপজেলা যুবদলের আহ্বায়ক এলাহী সাগর সদস্য সচিব সোহেল রানাসহ উপজেলা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ।আজ বোদা উপজেলা পরিষদ হলরুম আয়োজিত সভায় দশটি ইউনিয়নের বিএনপিসহ সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দিয়ে স্বেচ্ছাসেবকের টিম গঠন করে তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।