জামালপুরের বকশীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে শিল্প ও বণিক সমিতির পক্ষ থেকে উপজেলা ১২ টি পূজা মন্ডপে উপহার সামগ্রি হিসাবে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে।শুক্রবার (১১অক্টোবর) রাতে বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ হয়।এসময় উপস্থিত ছিলেন ববকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সদস্য সচিব ও পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, বকশীগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি রমেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক ডাঃ অনিল কুমার ধর, উপস্থিত ছিলেন।