বগুড়ায় ডিবি পুলিশের পৃথক পৃথক অভিযানে ১৮ বোতল ফেন্সিডিল, ১ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার।।বগুড়া সদর উপজেলা পরিষদের গেটের সামনে পূর্ব পার্শ্বে রাস্তার উপর থেকে ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার টেপা গাড়ি গ্রামের পিতা মৃত আছাব আলীর কন্যা ১২ ভাতারী মোছাঃ আছমা আকতার ওরফে সাথী (৩৮) ১৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার। কৌশলগত কারণে ডিবি পুলিশ সাথীর মুখ ঢেকে দিয়েছেন।

অপর দিকে ডিবি পুলিশ গত শুক্রবার রাতে বগুড়া শেরপুর উপজেলার ভাদড়া বটতলা বাজারস্থ মোঃ রায়হান শেখ এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী মোঃ শাহিন আলম (২৬), পিতা-মৃত মজনু শেখ, গ্রাম বিরইল পশ্চিমপাড়া, শ্রী উজ্জল কুমার দাস (৩১), পিতা-শ্রী নিতাই চন্দ্র দাস, গ্রাম উত্তর শাহাপাড়া, শ্রী স্বপন সিং (৩৮), পিতা-শ্রী গোপাল চন্দ্র সিং, গ্রাম আস্বইল বাগানপাড়া, ৩ জনকে ১ কেজি গাঁজাসহ ডিবি পুলিশ গ্রেফতার করে।
এছাড়া অপর একটি অভিযানে গত শুক্রবার রাতে বগুড়া শিবগঞ্জ উপজেলার রাজীব এন্ড ব্রাদার্স অটো রাইস মিলের সামনে পাকা রাস্তার উপর থেকে শিবগঞ্জের মাচইল গ্রামের পিতা-মৃত শাজাহান আকন্দের পুত্র মোঃ হোসাইন আকন্দ (২৯) ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানা, শেরপুর ও শিবগঞ্জ থানায় পৃথক পৃথক মামলা মামলা দায়ের আজ শনিবার কোট হাজতে প্রেরণ করা হয়। বগুড়ায় খুদে মাদক ব্যবসায়ীরা গ্রেফতার হচ্ছেন, ধরাছোঁয়ার বাহিরে থেকে যাচ্ছেন মাদকদ্রব্য আমদানি কারকের রাঘব বোয়ালরা ?
