কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বিশ্ব শিক্ষক দিবসে অসুস্থ এক শিক্ষিকাকে লাল ভালোবাসা (রক্ত দান) উপহার দিলেন সাংবাদিক নাবিউর রহমান চয়ন। তিনি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য। শনিবার দুপুরে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তিনি ক্যান্সারে আক্রান্ত একজন শিক্ষিকাকে এই উপহার প্রদান করেন।
ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ওই শিক্ষিকার নাম রিতা রানী। তিনি ফেণী জেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তাদের গ্রামের বাড়ি নওগাঁ জেলায়। গত বৃহস্পতিবার তিনি স্বামীর কর্মস্থল সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় এসে অসুস্থ হয়ে পড়েন। রক্তশূন্যতা দেখা দেয় তার শরীরে। পরে এ পজেটিভ রক্তের সন্ধান করলে এগিয়ে সাংবাদিক নাবিউর রহমান চয়ন। শনিবার তিনি কাজিপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে এক ব্যাগ রক্ত দেন।
রিতা রানীর স্বামী কাজিপুর উপজেলা মাধ্যমিক অফিসের কম্পিউটার অপারেটর রথীন্দ্রনাথ জানান, আমার স্ত্রী জটিল রোগে আক্রান্ত। এক সাংবাদিক ভাই তাকে রক্ত দিয়েছেন। তাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
সাংবাদিক নাবিউর রহমান চয়ন বলেন,আাগেও অনেকবার আমি অসুস্থদের রক্তদান করেছি। আজকে একটি বিশেষ দিনে রক্তদান করতে পেরে ভালো লাগছে।