শুক্রবার ১৮ অক্টোবর দিনগত রাত আনুমানিক ১২ টায় বগুড়া-নাটোর সড়কের উত্তরা কৃষি কলেজ নামক এলাকায়, বগুড়া টু নন্দীগ্রাম সড়কে বালু্র ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালকসহ ২ জন নিহত।নিহত ব্যক্তিরা হলেন, শাহজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিনের গন্ডগ্রামের পিতা মানিকের পুত্র পলাশ ও একই গ্রামের পিতা অজ্ঞাত ২ আপেল।