নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ইউনিয়ন যুবদলের উদ্যোগে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৩ টায় উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামধলা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ মনসুর আজাদ খোকন আকন্দের সভাপতিত্বে ও ধলামূলগাও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক, ১৬১ নেত্রকোনা-৫ পূর্বধলা আসনে ধানের শীষের নমিনি আলহাজ্ব আবু তাহের তালুকদার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ফকির হাবিব, সাহেদ আল মামুন শহিদ ফকির, উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মাহাবুবুল আলম ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দল এর যুগ্ম আহ্বায়ক কাজী মুমিনুল ইসলাম মুন্না,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর রানা প্রমুখ সহ পূর্বধলা উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ৫নং ধলামূলগাও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে যুবদলের ঐতিহ্য ও সংগ্রামের ধারাবাহিকতায় যুবসমাজকে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।