ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু মুসা, সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তার, বিজিবি নায়েব সুবেদার আব্দুল মোতালেব ও প্রতিনিধিফারুক হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম ও সম্পাদক মাওলানা রজব আলী, জামায়াত নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মাস্টার, উপজেলা বিএনপির সম্পাদক
আলিফ ও পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী ও সম্পাদক মহসিন আলী, বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, ইউপি চেয়ারম্যান আবুল কালাম, জিতেন্দ্রনাথ বর্মণ, শরৎচন্দ্র রায়, আবুল কাসেম ও মতিউর রহমান মতি, পুজা উদজাপন কমিটির সম্পাদক সাধন বসাক উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় আরো রাজনৈতিক নেতা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।