আজঃ শুক্রবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

গাজীপুরে রুকন সম্মেলন

জাতী ধর্ম ‌দলমত নির্বিশেষে বাংলাদেশ আমাদের সবার- ডাঃ শফিকুর রহমান

গাজীপুর প্রতিনিধি :

জাতী ধর্ম ‌দলমত নির্বিশেষে বাংলাদেশ আমাদের সবার বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। তিনি বলেন, আমাদের এই প্রিয় দেশে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হলে প্রতিটি নাগরিক মর্যাদাবান নাগরিক হিসেবে পরিচয় দিতে সুস্থ বোধ করবেন। আপনারা দেশে প্রবাশে নিবাসে যারাই আছেন তারা একজন গর্বিত বাংলাদেশী হিসেবে যেন নিজের পরিচয় সানন্ধে প্রকাশ করতে পারেন। শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর সাগর সৈকত কনভেনশন হল সেন্টার জেলা জামায়াতের রুকন সম্মেলনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সম্মেলনে প্রধান অতিথি বলেন, আমরা কৃতজ্ঞতা জানাই সারা দেশবাসীর প্রতি এবং বাংলাদেশের নাগরিক হিসেবে বিশ্বের যে যেখানে আছেন, এই যুদ্ধে সমান তালে দেশে-প্রবাশে জুলুমের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তাদের আমরা মোবারক বাদ জানাই।

এসময় তিনি বলেন, প্রবাসীরা লাঞ্ছিত ও অধিকার বঞ্চিত ছিলেন। এজন্য জুলাইয়ের আন্দোলন শুরু হওয়ার পর আমরা লক্ষ্য করেছি তারা রেমিট্যান্স যোদ্ধা হিসেবে স্বৈরশাসকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ছিলো। আর এজন্য সৈরশাসকের ভীত কেঁপে উঠেছিল থরথর করে। আর তখন সৈরশাসকের পক্ষ হতে হাত জোর করে তাদের কাছে মিনতি করে চাওয়া হয়েছে দেশের জন্য রেমিটেন্স পাঠান। কিন্তু ধোঁকাবাজদের কথায় তাঁরা মোটেও বিচলিত হননি। তাঁরা তাঁদের সিদ্ধান্তেই অটল ছিলেন বারংবার। আবার জালিমের পতন হওয়ার সাথে সাথেই তাদের হাতে ধরে রাখা অর্থ দেশের উন্নয়ন ও প্রয়োজনের জন্য পাঠিয়ে দিয়েছেন। আমরা তাদের মোবারকবাদ জানাই।

গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমীর খায়রুল হাসান, সেক্রেটারী আবু সাইদ ফারুক, জেলা সেক্রেটারী মো: সফি উদ্দিন, জেলা নায়েবে আমীর আবদুল হাকিম, জেলা নায়েবে আমির মাওলানা সেফাউল হক, জেলা সহকারী সেক্রেটারী আনিসুর রহমান বিশ্বাস, জেলা প্রচার সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, জেলা অফিস সম্পাদক মোহাম্মদ আলী। সম্মেলনে জেলার ৫টি উপজেলার সদস্য (রুকন) উপস্থিত ছিলেন।0

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বিশ্ব বেতার দিবস উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

“বেতার এবং জলবায়ু পরিবর্তন” এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিশ্ব বেতার দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের সালন্দরে অবস্থিত বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্র অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালিটি বের হয়।

র‍্যালিটি ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কসহ আশপাশের কয়েকটি সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ নাছিমুল কামাল এর তত্বাবধানে দিবসটি উদযাপনে এছাড়াও নানা কর্মসূচি পালিত হয়। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এ সময় আঞ্চলিক পরিচালক মোহাম্মদ নাছিমুল কামাল বলেন, বেতারকে আরো বেশি জনবান্ধব করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সেলক্ষ্যে অনুষ্ঠানের কোয়ানটিটি না বাড়িয়ে অনুষ্ঠানের কোয়ালিটি বাড়ানো হচ্ছে। সাধারণ মানুষের মাঝে সকল তথ্য ছড়িয়ে দিতে এই কেন্দ্র থেকে প্রচার করা হচ্ছে সংবাদ। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান গল্প,নাট্য,কৌতুক সহ নানাবিধ অনুষ্ঠান।

সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক জহুরুল আলম, উপ বার্তা নিয়ন্ত্রক রাশেদ ফয়সল কবীর, সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার, সহকারী পরিচালক দেওয়ান আবুল বাশার, উপ আঞ্চলিক প্রকৌশলী (রুটিন দায়িত্বে) মো: রিফাত হাসান, উপ আঞ্চলিক প্রকৌশলী শারমিন সুলতানা। এছাড়াও কেন্দ্রের শিল্পী ও কলাকুশলীবৃন্দ।

ফ্রিল্যান্সিং বিষয়ে দীর্ঘ ৬ মাসব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় চট্টগ্রাম বিভাগে সম্পূর্ণ সরকারি খরচে ফ্রিল্যান্সিং বিষয়ে দীর্ঘ ৬ মাসব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ অনুষ্ঠান আজ (১৩ ফেব্রুয়ারি, ২০২৫) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, চট্টগ্রাম-এ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব ফরিদা খানমের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হক।
সনদ প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, চট্টগ্রাম এর সহকারী কমিশনারবৃন্দ, আইসিটি অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণ গ্রহণকারী সফল শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, চট্টগ্রাম জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সহায়তায় লজিক্যাল ট্রায়াঙ্গেল লিমিটেড এবং এনআরবি জবস লিমিটেড (জেভি) এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে।
এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিংসহ অন্যান্য আইটি সেবা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। অনেক প্রশিক্ষণার্থী ইতোমধ্যে আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ শুরু করে আয় করতে সক্ষম হয়েছে।
এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ৫০০ জন নতুন ফ্রিল্যান্সার তৈরি হয়েছে।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ