আজঃ শুক্রবার ১৪ মার্চ, ২০২৫

বোনারপাড়া মাছের আড়তে বিদ্যুৎ’ সংযোগ নিয়ে বিরোধ।। জেলে শ্রীধামকে পিটিয়ে হত্যা

সাঘাটা গাইবান্ধা প্রতিনিধি ঃ

গাইবান্ধা জেলায় সাঘাটা উপজেলার বোনারপাড়া মাছের আড়তে বিদ্যুৎ এর লাইনের জেরে  জেলে শ্রীধাম (৩৫)কে বেধড়ক পিটুনিতে  হত্যা করা হয়।  বোনারপাড়া বাজার এ অবস্থিত পাইকারি ও খুচরা মাছের আরতে গতকাল বৃহস্পাতবার (২৫ অক্টোবর) আনুমানিক রাত ১০ ঘটিকার সময় এ ঘটনার সুত্রপাত হয়। বাজারের মাছ ও অন্যন্য দোকানদারদের সাথে কথা বলে জানা যায়, প্রথমে বিদ্যুৎ এর লাইন নিয়ে জেলে শ্রীধাম ও মিলনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা-কাটাকাটি র এক পর্যায়ে এসে দুজনের মধ্যে উচ্চ বাক্যে ধস্তাধস্তি হয়।  
মুহুর্তেই বিবাদটি ব্যক্তিগত আক্রোশে রুপান্তর হয় । ভুক্তোভোগী পরিবার দাবি করে বলেন অভিযুক্ত মিলন ও তার সহোযোগিতায় লিটন, রফিকুল, এরশাদ, কালামসহ  কয়েকজনের এলোপাতাড়ি মারধরে বোনারপাড়া তেলিয়ান গ্রামের  জেলে শ্রীধাম (৩৫)  গুরুতর আহত হয়ে এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পরে।
এই অমানবিক  হত্যাকান্ডের প্রতিবাদে এলাকাবাসী  লাটি -ঝাড়ু মিছিল করে উপজেলা চত্বরে সমবেত হন। হত্যাকান্ডে জড়িত ব্যাক্তিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির আওতায় এনে বিচারের দাবিতে উপজেলা চত্বরে মানববন্ধন পালন করে। 
মানববন্ধন শেষে এলাকাবাসী বোনারপাড়া-গাইবান্ধা মুল সড়কে অবস্থান নেন ও রাস্তা অবরোধ করেন। পরিস্থিতি স্বাভাবিক করতে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার জনাব ইসহাক আলী, ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জনাব মো: সোহেল  ও বাংলাদেশ সেনাবাহিনী গাইবান্ধা ইউনিটের সদস্যরা   বিক্ষোভকারী জনগণের সাথে কথা বলেন এবং তাদের কে ন্যায়বিচারের প্রতিশ্রুতি দেন। ন্যায়বিচারের প্রতিশ্রুতি পাওয়ার  পর বিক্ষোভকারী জনগণ তাদের কর্মসূচি প্রত্যাহার করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রাজশাহী নিউ মার্কেটে পণ্য কিনে পুরষ্কার জিতে নিন

রাজশাহী নিউমার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতুর ও নববর্ষ উপলক্ষে এই আয়োজন করা হয়েছে। মাত্র ৫০০ টাকার পন্য ক্রয় নিয়ে জিতে নিতে পারেন প্রথম পুরস্কার সুজুকি জিকসার মোটরসাইকেল। দ্বিতীয় পুরস্কার দুই পাল্লার ফ্রিজ। তৃতীয় পুরস্কার সোনার চেন। এছাড়াও রয়েছে মোট ১০১ টি পুরস্কার আগামী ১৮ই এপ্রিল রাফেল ড্র অনুষ্ঠিত হবে। ঐ দিনই বিজয়ী কুপন নাম্বারের পুরস্কার দেওয়া হবে। অনেক পরে এরকম একটি আয়োজন করতে পেরে রাজশাহী নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি অত্যন্ত আনন্দিত।

সকল ক্রেতা সাধারনকে রাজশাহী নিউমার্কেটে ঈদুল ফিতর এবং নববর্ষের আনন্দ কে ভাগাভাগি করে নিতে উনাদের এই আয়োজন করেছেন। আগামীতে ক্রেতা সাধারণের জন্য আরও বড় আকারে এই ধরনের ব্যতিক্রম ধরণের উপহারের ব্যবস্থা করা হবে। এই ক্যম্পেইন চলাকালীন সময়ে নিউমার্কেট ব্যবসায়ী মালিক সমিতি, সকলের সহযোগিতা কামনা করেছেন

নেত্রকোনায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আটক – ২

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোণা।

নেত্রকোণার খালিয়াজুরীতে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ২ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মকবুল হোসেন।

প্রতিদিনের মত গত ৮ মার্চ ( শনিবার) সকালে স্কুল ছাত্রী প্রাইভেট পড়ার উদ্দেশ্যে খালিয়াজুরীতে অটো যোগে আসার পথে ঐ স্কুল ছাত্রীকে দুই বগাটে স্পর্শকাতর স্থানে একাধিকবার আঘাত করায় মেয়েটি চলতি অটো থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। মেয়েটি খালিয়াজুরী সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যা নিকেতনের দশম শ্রেণীর ছাত্রী। পরে স্থানীয় লোকজন ও অভিভাবক মেয়েটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মেয়েটিকে উন্নত চিকিৎসার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মেয়েটি এখনও মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে বলে জানান পরিবারের লোকজন।

মেয়েটির বাবা গতকাল ১১ মার্চ( মঙ্গলবার) স্ব-শরীরে উপস্থিত হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে রাত দুইটায় তাদেরকে আটক করে খালিয়াজুরী থানা পুলিশ।

আটককৃত ব্যক্তিরা হল- খালিয়াজুরী সদরের কুঁড়ি হাটি এলাকার মৃত হাবিব মিয়ার ছেলে মোঃ মিজান মিয়া(৩০), ও লক্ষ্মীপুর গ্রামের বকুল মিয়ার ছেলে নাজমুল (২৮)।

এ বিষয়ে ওসি মোঃ মকবুল হোসেন বলেন, অভিযোগের প্রেক্ষিতে দুইজনকে আটক করা হয়েছে। তিনি বলেন শ্লীলতাহানি হউক বা ধর্ষন হউক কোন ছাড় নেই। তাদেরকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের ১০ ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ