নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৪৫/৪৬ সীমান্ত পিলার এলাকা দিয়ে বড় আকার বিস্ফোরণের আওয়াজ শোনা আসে। শনিবার ২৬ অক্টোবর দুপুর ১২ টা ১৫ মিনিটের সময় মিয়ানমারের কিছুটা ভিতর থেকে পরপর ৩ রাউন্ড বড় আকারের বিস্ফোরণের আওয়াজ উক্ত সীমান্ত পিলার দিয়ে নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্ত এলাকায় শোনা আসে।
সীমান্তের কাছাকাছি পানের বরজে পরিচর্যার কাজে যাওয়া কৃষক মোঃ আলম জানান, বিস্ফোরণের শব্দ তিনি শুনছেন, তবে কি কারণে বিস্ফোরণ হয়েছে সে বিষয়ে তিনি অবগত নন। জামছড়ি এলাকার ইউপি সদস্য মোঃ সাবেরের সঙ্গে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি জানান, ঐ সময় তিনি ঘুমে ছিলেন তাই কিছু জানেন না। ধারণা করা হচ্ছে, মিয়ানমার এবং নাইক্ষ্যংছড়ি সীমান্তের মিয়ানমার অংশের সীমান্ত এলাকার নিয়ন্ত্রণে রয়েছেন মিয়ানমার বিদ্রোহী আরকান আর্মি। তারা নিজেরাই মাঝেমধ্যে অপর আরেকটি বিদ্রোহী গ্রুপের ভয়ে তাদের অবস্থান জানান এবং আতঙ্ক সৃষ্টি করার জন্য নিজেরাই বিভিন্ন গোলাবারুদের বিস্ফোরণের ঘটনা ঘটান। শনিবার দুপুরে আসা বিস্ফোরণের শব্দ গুলোও হয়তো সে রকম কিছু হতে পারে।