বগুড়া শহরের মফিজ পাগলা মোড় নামক এলাকা থেকে স্থানীয় জনগণ শিক্ষার্থী আবু রুহানি হত্যা মামলার ২ নং আসামি যুবলীগ কর্মী নিঝুমকে গনধোলাই দিয়ে ডিবি পুলিশের হাতে সোপর্দ করে।
বগুড়ায় ২০১৩ সালে নিহত আজিজুল হক কলেজ শিক্ষার্থী আবু রুহানীকে হত্যার ঘটনায় নিঝুম আনছারী নাহিদ (৩৮) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত নাহিদ সদর থানার শিববাটি এলাকার মামুনুর রশীদের ছেলে। সোমবার ২৮ অক্টোবর দুপুরে তাকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, বগুড়া সরকারী আজিজুল হক কলেজে সমাজ বিজ্ঞান বিভাগে অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন রুহানী। শহরের বৃন্দাবন পাড়ায় একটি ছাত্রাবাসে থেকে লেখাপড়া করতেন। ঘটনার দিন ২০১৩ সালের ৩১ জানুয়ারি শহরের ফুলবাড়ী ভান্ডারী উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তার পার্শ্বে অবস্থান করার সময় একটি রাজনৈতিক দলের মিছিল থেকে তার উপর হামলা করা হয়। এ সময় তিনি গুরুতর আহত হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় নিঝুম আনছারী নাহিদ অন্যতম আসামী ছিলেন। নাহিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একাধিক মামলা রয়েছে।