"সমবায়ে গড়ব দেশ, বৈষম্য হীন বাংলাদেশ "এ শ্লোগান কে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার ২নভেম্বর সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
এ উপলক্ষে প্রথমে বাংলাদেশ জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পাট ,পরিষদ হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে মিলিত হয় ।
এ সময় কালিয়াকৈর উপজেলার সমবায় অফিসার সাবেরা খানের সভাপতিত্বে
এসময় প্রধান অতিথি বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ। এ সময় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা প্রেসক্লাবের ধর্মীয় বিষয় সম্পাদক সাংবাদিক মীর সোহেল মিয়া, সাংবাদিক শাহিদুল ইসলাম কালিয়াকৈর বাজার এবং ক্ষুদ্র বণিক সমবায় সমিতির নেতৃবৃন্দ ও প্রমুখ।