
৫০৫ জন নতুন রোহিঙ্গা ও রোহিঙ্গা ক্যাম্পে বেড়াতে আসা ৩৯৩ জনসহ মোট ৮৯৮ জন রোহিঙ্গাকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। উখিয়া কলেজে স্থাপিত অস্থায়ী ট্রানজিট পয়েন্ট হতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন এ-সব রোহিঙ্গারা। পরদিন নৌবাহিনীর ব্যবস্থাপনায় জাহাজ যোগে ভাসানচর পৌঁছাবে।বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (যুগ্মসচিব) মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন।
তিনি জানান, দীর্ঘ ৭ মাস বিরতির পর ২৫ তম ধাপে ৫০৫ জন নতুন রোহিঙ্গা ও আগে স্থানান্তর হওয়া রোহিঙ্গা ক্যাম্পে বেড়াতে আসা ৩৯৩ জন রোহিঙ্গাকে ও পাঠানো হয়েছে।
এটি একটি চলমান প্রক্রিয়া। ধাপে ধাপে আগ্রহী রোহিঙ্গাদের সেখানে স্থানান্তর করা হবে।

সরেজমিনে গিয়ে দেখা যায় , সকাল থেকেই ভাসানচর যেতে আগ্রহী বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গারা উখিয়া কলেজ মাঠে স্থাপিত অস্থায়ী ট্রানজিট পয়েন্টে জড়ো হতে থাকে। পরে ভাসানচর যেতে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে রাতেই ২০টির অধিক বাস ও ট্রাক যোগে তাদের চট্টগ্রামের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
সেখান থেকে নোয়াখালী ভাসানচরে নিয়ে যাওয়া হবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্বইচ্ছায় ভাসানচরে যাওয়া একাধিক রোহিঙ্গা জানান,
সন্ত্রাসীদের কারণে ক্যাম্পে আতংকে সাথে জীবনযাপন করতে হয়। নিজেদের ও পরিবারের নিরাপত্তা নাই। তাই নিরাপদের জন্য আমরা ভাসানচরে চলে যাচ্ছি। আমাদের অনেক পরিচিত গেছে তারা ভালোই আছে।

উল্লেখ্য, সর্বশেষ গত ১ মার্চ, চারটি জাহাজে করে ২৪ তম ধাপে ১ হাজার ২৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়। ২৪ ধাপে এখন পর্যন্ত ৩৫ হাজার রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।