
মানুষকে মামলা দিয়ে হয়রানি ও লুটপাটসহ নানা অপকর্মের প্রতিবাদে নারায়ণহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু জাফর মাহমুদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মিছিলে অংশ নেন জামায়াত – বিএনপির নেতাকর্মীরা।
রোববার (৩ নভেম্বর) নারায়ণহাট বাজারে এ বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলে অংশ নেন হাজার হাজার মানুষ। পরে ইউনিয়ন পরিষদ ঘেরাও করে বিভিন্ন স্লোগান দিতে থাকনে সাধারণ মানুষ। পরে মিছিলটি এক সমাবেশে রূপ নেই।

সমাবশে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি পেয়ারুল ইসলাম বলেন, আওয়ামী দোষর জাসদের অন্যতম নেতা আবু জাফর মাহমুদ বিগত ১৬ বছর মানুষকে মামলা দিয়ে বিভিন্ন ভাবে হয়রানি করেছে। তাই আওয়ামীলীগের দোসর আবু জাফর মাহমুদের জায়গা নারায়ণহাটে হবে না। তিনি ইউনিয়ন পরিষদ থেকে জাফর চেয়ারম্যান ও সকল মেম্বারদের অপসরণ দাবি জানান।
সমাবেশে জামায়াত নেতা আলাউদ্দিন বলেন, খুনী হাসিনার দোসর জাফর চেয়ারম্যান হওয়ার পর জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছিল। তিনি বলেন, নারয়ণহাটবাসীকে নিয়ে আর কোনো ষড়যন্ত্র হলে তীব্র প্রতিরোধ গড়ে তুলা হবে।

নারায়ণ হাট চেয়ারম্যান প্রার্থী এমএ সত্তার তিনি বলেন, যেভাবে হোক আপনি চেয়ারম্যান হয়েছেন, আপনাকে জনগণ আর চাইনা। আপনি আর পরিষদে আসার চেষ্টা করবেননা। এলাকাবাসী আপনাকে আর চাইনা। এসময় দ্রুততম সময়ের মধ্যে ইউপি নির্বাচনের ব্যবস্থা করার জন্য সরকারকে প্রতি অনুরোধ জানান।
সমাবশে মাওলানা আবু আজম বলেন, খুনী হাসিনার পেতাত্মা জাফরকে এলাকাবাসী চাইনা। আপনি পরিষদ নিয়ে চিন্তা না করে এবার কারাগগারে যাওয়ার প্রস্তুতি নিন। এবার নারায়ণহাটবাসীকে নিয়ে ষড়যন্ত্র করতে চাইলে আপনাকে আর ছাড় দেওয়া হবেনা। কঠিন ভাবে প্রতিরোধ করা হবে। সমাবশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূজপুর যুবদল সচিব শহিদুল ইসলাম, ইউনিয়ন যুবদল সভাপতি সামশুল আলম, এরশাদ,আজম, সফি, মাসুম প্রমুখ।