কক্সবাজার সদরের খুরুশকুলের এলাকার শীর্ষ সন্ত্রাসী মামুনের সহোদর ২৬ মামলার আসামী মোহাম্মদ কায়সারকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। গ্রেফতার আসামী খুরুশকুলের কাউয়ার পাড়ার মৃত নুরুল আলম বহদ্দারের ছেলে। সে তার আপন ভাই শীর্ষ সন্ত্রাসী 'মামুন বাহিনী'র সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যার দিকে খুরুশকুল বঙ্গবন্ধু বাজার থেকে থাকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র এক কর্মকর্তা।সূত্র জানা যায়, কায়সার আলমের বিরুদ্ধে হত্যা, অপহরন, পাহাড় কাটা, নারী নির্যাতন, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে ২৬টি মামলা রয়েছে।দুইটি মামলায় ওয়ারেন্ট মূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা যায়।
উল্লেখ, আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই মামুন বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী ও বহু মামলার আসামী মামুনকে গ্রেফতার করেছিলো আইনশৃঙ্খলা বাহিনী। তার গ্রেফতারের পরপরই হাল ধরেন তারাই সহোদর কায়সার।