গাজীপুরের কালিয়াকৈর উপজেলা এক আবাসিক হোটেল থেকে ২১ জনকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ। রবিবার (৩ নভেম্বর) চন্দ্রা 5 নং ওয়ার্ড কালিয়াকৈর পৌরসভার এলাকার মান্নান প্লাজায় চাঁদপুর বডিং নামের আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার চন্দ্রা এলাকার আব্দুল মান্নান প্লাজায় চাঁদপুর বডিং নাম আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। অথচ ওই আবাসিক হোটেলের পাশেই স্কুল কলেজ ও মসজিদ রয়েছে।
এলাকাবাসী দীর্ঘদিন ধরে স্থানীয় উপজেলা ও পুলিশ প্রশাসনকে জানিয়েও কোন ফল পায়নি। উপায় না পেয়ে রোববার ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি অবহিত করা হয়। পরে ৯৯৯-এর ফোন পেয়ে থানা পুলিশ ওই আবাসিক হোটেলে অভিযান চালায়। এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২১ জনকে আটক করে তারা।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বলেন, চন্দ্রা এলাকায় চাঁদপুর বডিং নামের আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে ২১ জনকে আটক করা হয়েছে। তাদের মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।