গাজীপুরের কালিয়াকৈরে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক মেয়র কালিয়াকৈর মুজিবুর রহমান।পরে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।এতে কালিয়াকৈর পৌর বিএনপির সহ-সভাপতি নূরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় বক্তব্য দেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি শামসুল আলম সরকার, জাসাস নেতা ফকির এরশাদ, বিএনপি নেতা মিজানুর রহমান শেলী, দেওয়ান মো. জসিম দেওয়ান, জালাল উদ্দিনসহ উপজেলা বিএনপির নেতারা।শোভাযাত্রায় বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।