রাজউকের পূর্বাচল উপশহরের ৫নং সেক্টরের ব্রাহ্মণখালী এলাকার লেকপাড় থেকে অজ্ঞাত পুরুষের (৪০) সাত টুকরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ১৩ নভেম্বর বুধবার ঢাকা-কুড়িল-কাঞ্চন সড়কের উত্তর পাশের লেকপাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, ৩টি পলিথিনে মোড়ানো অজ্ঞাত পুরুষের শরীরের মাথা, দুইটি হাত, শরীরের পিছনের অংশ, নাড়ি ভুঁড়ি, বাম পা, বাম পায়ের ঊরুর পৃথক ৭টি অংশ উদ্ধার করা হয়। ২/৩ দিন আগে দুর্বৃত্তরা তাকে অন্যত্র হত্যা করে মরদেহ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। উদ্ধারকৃত মরদেহ নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ও সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।