বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন - আমরা ক্ষমতায় গেলে অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে ।
ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা মোটামুটি হলেও তারা তেমন আর্থিক সহযোগিতা পাননি।বিএনপি ক্ষমতায় গেলে আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে।
বৃহস্পতিবার ১৪ নভেম্বর সকালে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন এ কথা বলেন।
এসময় বিএনপির পক্ষ থেকে পাঁচ লাখ টাকা অনুদান দেওয়ার কথা জানান তিনি। হাসপাতাল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং অন্য নেতা কর্মীরা।আহতদের চিকিৎসার খোঁজখবর নেন তারা।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আহতদের পরিস্থিতি এখনো ভালো নয়।
কিছু আহত ব্যক্তির চিকিৎসা দেশে সম্ভব নয়। তাদের দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানান বিএনপির পক্ষ থেকে। এর আগেও তাদের সহযোগিতা করা হয়েছে।