লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীকান্ত গ্রামে মামার কোদালের আঘাতে ভাগিনা হাফিজুর রহমানের (৪০) গুরুতর আহত হয়ে আজ সোমবার চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভাগিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মামার পক্ষের আহত হাতীবান্ধা হাসপাতালে ভর্তি থাকা শহিদুল ইসলাম (৩৮) ও শৌখিন ইসলাম (১৮) নামে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে নিহতের স্বজনরা।
এর আগে রবিবার দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জ গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মামা - ভাগনা দুই গ্রæপে সংঘর্ষে ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ছয়জন আহত হয় বলে জানা যায়। মৃত হাফিজার রহমান ওই গ্রামের মৃত আপতার উদ্দিনের ছেলে। রমণীগঞ্জ গ্রামের আহাদুলের সঙ্গে তার আপন ভাগিনা হাফিজার রহমানের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। রবিবার কথা কাটাকাটি এক পর্যায়ে মামার হাতের কোদাল দিয়ে ভাগিনার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে সে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে স্বজনরা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করায়। এ খবর ছড়িয়ে পড়লে গ্রামটিতে স্বজনার দুই ভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।