রাঙ্গুনিয়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হযেছে।উপজেলার কোদলা ইউনিয়নের কোদালা গ্রামে গতকাল (২১ নভেম্বর বৃহস্পতিবার) সকাল ১০টায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, প্রভাবশালী আব্দুল আজিজের নির্মাণাধীন ছয় তলা ভবনের নির্মাণ কাজ চলছিল। সকাল ১০টার দিকে নিহত রংপুরের আনারুল ইসলামের ছেলে জামিনুল ইসলাম (২৫) কাজ করার সময় অসাবধানতায় ছয় তলার ছাদ থেকে নিচে পড়ে যায়। এসময় এলাকা বাসিদের সহযোগিতায় রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের চাচাতো ভাই ওমর ফারুকের তত্ত্বাবধানে নিহত নির্মাণ শ্রমিক কাজ করছিল। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।