বগুড়ায় দু’টি বার্মিজ চাকুসহ সোহাগ নামের যুবককে গ্রেফতার। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বৌ-বাজার এলাকায় অভিযান চালিয়ে নারুলি ফাঁড়ির পুলিশ তাকে গ্রেফতার করে। শহরের বউবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সোহাগ বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ড পশ্চিম পালশার মিনহাজ প্রামানিকের ছেলে।
নারুলি ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক জানান, সন্ধ্যা সাড়ে ৬ টায় দিকে বৌ-বাজার নাপিতপাড়া মোড়ে চেকপোস্ট বসানো হয়। এসময় সোহাগ একটি প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে বগুড়া শহর থেকে নারুলির দিকে যাচ্ছিল। তার ব্যাগ তল্লাশি করা হলে দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সোহাগ অনলাইনে ওই দুইটি বার্মিজ চাকু অর্ডার করেছিল। সেই চাকু কুরিয়ার সার্ভিস থেকে উত্তোলন করে বিক্রির উদ্দেশ্যে নারুলির দিকে যাচ্ছিলেন। তবে অনলাইনে চাকুর অর্ডার দেয়ার কোন রশিদ দেখাতে পারেনি সে। গ্রেফতার সোহাগের বিরুদ্ধে মামলা দায়ের করে আগামীকাল শুক্রবার আদালতে পাঠানো হবে।