বগুড়া শহরের চকসূত্রাপুর চামরাগুদাম গ্রামস্থ মোঃ রাজ বাবু (২২) এর নিজ দখলী দক্ষিন ভিটা উত্তর দুয়ারি সেমিপাকা একচালা টিনের ছাপড়া বসতবাড়ী থেকে রবিবার ২৪ নভেম্বর সন্ধ্যার পরে মাদক বিক্রয়রত অবস্থায় দুইজন গ্রেফতার। গ্রেফতারকৃত আসামিরা হলেন, বিশিষ্ট মাদক ব্যবসায়ী মোঃ রাজ বাবু ও মোছাঃ পপি বেগমকে গ্রেফতার করে যৌথ বাহিনী। মোঃ রাজ বাবুকে আমি নিজে দেহ তল্লাশী করে আসামীর ডান হাতে ধরা একটি টিস্যু ব্যাগের মধ্যে থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একই ব্যাগের ভিতরে মাদক বিক্রয় নগদ অর্থ ৩,২০,০০০/- হাজার টাকা উদ্ধার।
উক্ত আসামিরা হলেন, মোঃ রাজ বাবু (২২), পিতা মোঃ রতন শেখ, মোছাঃ পপি বেগম (৩১), স্বামী মোঃ আল মামুন সানি, উভয়ে স্থায়ী ঠিকানা শহরের চকসূত্রাপুর চামরাগুদাম।
আটককৃত ব্যক্তিদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া পরিদর্শক মোঃ আলমগীর পাশা বাদী হয়ে গাবতলী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
উল্লেখ্য যে আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান রয়েছে।