ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চরম অস্থিরতা ও নৈরাজ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ক্ষোভ দেখিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে চলছে সংঘর্ষ-সংঘাত। পরিস্থিতি অস্থির করতে ষড়যন্ত্র চলছে।আজ ২৭ নভেম্বর বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, তিন মাস না যেতেই দেশের মানুষের আসল রুপ বেরিয়ে আসছে। বিভাজন তৈরি করে দেশেকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র করছে দেশের শত্রুরা।
দায়িত্বশীল ব্যক্তিরা দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিচ্ছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, আবারও বিভ্রান্ত তৈরি হয়-এমন বক্তব্য না দিতে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।