গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রাতে তুরাগ নদীতে নৌকার ভিতরে ১৯ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। জুয়া খেলার সময় ১৯ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শ্রীফলতলী সাকিনস্থ সোনাতলা ব্রীজের তুরাগ নদীর শাখা নদীতে নৌকার ভিতরে জুয়া খেলার সময় ১৯ জন জুয়াড়িকে জুয়াড় বিভিন্ন সরঞ্জাম সহ নগদ টাকাসহ তাদের আটক করা হয়। গোপন সংবাদের পরিপেক্ষিতে জানা যায় তারা দীর্ঘদিন ধরে জুয়াড় আসর পরিচালনা করে আসছিল। আটককৃতরা হলেন, শামীম রেজা, আবুল হোসেন, আব্দুর রশিদ, এম. এম রশিদ, আলামিন, শাহ আলম, মাসুদ, জিল্লুর রহমান, আজিজুল হক, আমির হামজা, মিজানুর রহমান, জসিম উদ্দিন, লালমিয়া ইসমাইল খান, এনামুল হক, মাসুদ, শাহজাহান, জুলহাস, হালিম।
কালিয়াকৈরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ জানান, কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।