রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যথেষ্ট সুনাম ও খ্যাতি থাকলেও রয়েছে ছাত্রীদের কিছু সীমাবদ্ধতা। তার মধ্যে আবাসন সংকট অন্যতম। আবাসনের অপ্রতুলতার কারণে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাগুলোতে তুলনামূলক বেশি দামে মেস বা বাসা ভাড়া নিতে হয়। এতে যেমন তাদের অতিরিক্ত ব্যয় করতে হয় তেমনি মেস মালিকদের রূঢ় আচরণ সহ্য করতে হয়।
অতিরিক্ত ভাড়া, খাওয়া খরচ, পড়াশোনার আনুষঙ্গিক খরচের কারণে শিক্ষার্থীদের (বিশেষ করে মেয়ে) বাড়তি মানসিক চাপ ও দুর্ভোগ পোহাতে হয়। নতুন পরিবেশে মানিয়ে নেওয়া বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে।
তাই আবাসন সংকট নিরসন করা গেলে মেয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবন আরো মনোরম ও সুশৃঙ্খল হত। বিশ্ববিদ্যালয় জীবন হলো সবচেয়ে উপভোগ্য ও রোমাঞ্চকর জীবন। একই সঙ্গে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজেকে প্রস্তুত করতে হয় এই সময়ে। তাই আমার মতো হাজারো মেয়ে শিক্ষার্থীদের আশা, বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন মেয়েদের শতভাগ আবাসন নিশ্চিত করে।
এ ক্ষেত্রে আশার বাণী হলো স্বায়ত্বশাসিত রাজশাহী বিশ্ববিদ্যালয় পর্যাপ্ত পতিত ভূমি রয়েছে। প্রশাসনের উদ্যোগে এই স্থানগুলোতে আবাসনের জন্য হল নির্মাণ করা হলে শিক্ষার্থীদের আবাসন সংকট কিছুটা লাঘব হবে বলে আশা করা যায়। পাশাপাশি প্রয়োজন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছা।
চোখে-মুখে স্বপ্ন এঁকে আসা তরুণ ও উদ্দীপ্ত স্বপ্নচারীদের আবাসন সংকট কোনো বাঁধা না হোক এটাই প্রত্যাশা।