প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ১০:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ৯:৫০ অপরাহ্ণ
চট্টগ্রামে আইনজীবী হত্যায় আরও এক যুবক গ্রেফতার

- চট্টগ্রামে আইনজীবী হত্যায় আরও এক যুবক গ্রেফতার
ছবি-
চট্টগ্রাম ব্যরো: চট্টগ্রামে আইনজীবি হত্যায় রাজিব ভট্টাচার্য্য নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সম্পৃক্ত এই যুবককে বুধবার সন্ধ্যায় গ্রেফতার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ। রাজিব ফটিকছড়ির আব্দুল্লাপুর গ্রামের মৃত সুনীল ভট্টাচার্য্যের ছেলে। তিনি বর্তমানে কোতোয়ালী থানার বান্ডেল রোড এলাকায় ভাড়া বাসায় থাকেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া আইনজীবী আলিফ হত্যার সময়কার একটি ছবিতেও রাজিবের উপস্থিতি দেখা গেছে। ওই ছবিতে দেশি অস্ত্র এবং বটি হাতে কয়েকজন যুবকের পেছনে একটি ইটের টুকরো হাতে দেখা যায় তাকে।
সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ জানান, এড.সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজিব ভট্টাচার্য্য নামে একজনকে গ্রেফতার করেছে ডিবি। হত্যাকাণ্ডের সময় ভিডিওচিত্রে রাজিবের উপস্থিতি ধরে তাকে গ্রেফতার করা হয়। রাজিবকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2025 বাংলা খবর পত্রিকা. All rights reserved.