চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থেকে অপহৃত ১৪ বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার
রাত ৩টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট থানার মাঝি পাড়া এলাকা থেকে শিশুটিকের উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা নাঙ্গলকোট এলাকার মো. ফয়সাল উদ্দিন নাঈম (২১) এবং মো. রিফাত (২২)। তারা বর্তমানে চকবাজার চট্টগ্রাম কলেজের হোস্টেল গেট এলাকায় বসবাস করে।
উদ্ধার শিশু ফাহমিদা আক্তার লামিয়া কুমিল্লার নাঙ্গলকোট এলাকার লোকমান আলীর ছেলে। বর্তমানে নগরীর চান্দগাঁও থানাধীন মৌলভীবাজার মধ্যম মোহরা এলাকায় পরিবারের সাথে বসবাস করেন লামিয়া।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, অপহরণ মামলার দুইজন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।