প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৭:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৪, ৭:২৪ পূর্বাহ্ণ
পাইকগাছায় পরোয়ানাভুক্ত আসামি আটক- ৪

পাইকগাছা থানা পুলিশের অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে চারজন পরোয়ানাভুক্ত আসামিদের আটক করা হয়েছে। আটককৃতদের শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে থানা এএসআই গোপাল ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গদাইপুর ইউনিয়নের দাউদ সরদারের ছেলে ইকরামুল হাসান ইমন, চাঁদখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের মৃত হরিপদ সরদারের ছেলে শশি ভূষন সরদার (৫০), রবেন সরদার ও পৌরসভার সরল গ্রামের মৃত কাসেম গাজীর ছেলে নুরইসলাম গাজী পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় আটক করা হয়েছে।
এবিষয়ে পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেনের কাছে জানান, আটক সকল আসামিদের শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2025 বাংলা খবর পত্রিকা. All rights reserved.