মফিজ ট্রেডাস একটি সুনামধন্য ট্রান্সপোর্ট এজেন্সি , এ প্রতিষ্ঠানে রয়েছে বহুমুখি নির্মাণ সামগ্রী । বাড়ী, ঘর, রাস্তা বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণের যাবতীয়,নির্মাণ সামগ্রিক পাওয়া যায়,এ এজেন্সিতে। রাস্তায় ব্যবহ্নিত ইট,বালু পাথর, বিটুমিনসহ সবে পাওয়া যায় মফিজ টেড্রাসে
মফিজ ট্রেডাসে বিকালে ফেনী দেয়ানগন্জে মফিজ কম্পিউটার ডিজেটাল এসকেলের উদ্ভোধন করা হয়।
কুরআন খতম ও মিলাদের মাধ্যমে এই এসকেলের উদ্ভোধন করা হয়। এই সময় ফেনী ও মফিজের নিজ এলাকা চৌদ্দগ্রামের আলকরার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন ।
এই সময় মফিজ বলেন আমি আগামী ইউপি নির্বাচনে চৌদ্দগ্রাম উপজেলা আলকরা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে নির্বাচন করতে চাই। আমি আলকরা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন করতে চাই এবং আমার প্রতিষ্ঠানের মাধ্য বেকারত্ব দূর করতে চাই।