প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ১:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৪, ২:২১ অপরাহ্ণ
বোয়ালখালীতে ভোরে বন্যহাতি আতংকিত এলাকাবাসী

উপজেলার জৈষ্ঠ্যপুরা গ্রামের জিশু সূত্রধর বলেন, সকাল ৭টার দিকে জৈষ্ঠ্যপুরার সূত্রধর পাড়া হয়ে বন্যহাতি দুটো পাহাড়ের দিকে চলে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, উপজেলা হাসপাতালের দুই পাশের সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে বন্য হাতিরা। তবে ব্যাপক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউএনও জানান, জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে সতর্কতা মূলক মাইকিংসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হয়। এছাড়া তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের টিম ও বন বিভাগের প্রশিক্ষিত লোকজন নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
Copyright © 2025 বাংলা খবর পত্রিকা. All rights reserved.