চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছেন চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি মাস্টার মোঃ এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী কবির হোসেনের পরিচালনায় বুধবার বিকালে এ উপলক্ষে এক আলোচনা সাপ্তাহিক চৌদ্দগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত সাভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, শিক্ষক সমিতির সহ সভাপতি নুরুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক কাজী জহিরুল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোঃ মোশারফ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির নির্বাহী সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম, কল্যাণ ট্রাস্ট সম্পাদক মোঃ মিজানুর রহমান, মিডিয়া সম্পাদক মোঃ আবদুল কাদের, সদস্য জাকির হোসেন, প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ এমদাদ উল্লাহ, সভাপতি মুহাঃ জহিরুল হাসান, সহ সাধারণ সম্পাদক মানোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ আলম, দপ্তর সম্পাদক শাহিন আলম প্রমুখ।