প্রকৌশলী ঝুলন কুমার দাশের বদলির পর যোগদান নিয়ে হার্ডলাইনে থেকে সরে এলো চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। তবে চসিক প্রথমে বিতর্কিত এ কর্মকর্তাকে ‘গ্রহণে’ অস্বীকৃতি জানালেও পরে চসিকে যোগদান করানো হয়েছে। কোটাবিরোধী আন্দোলনে বাতি নেভানোকাণ্ডে বিতর্কিত এই প্রকৌশলীকে গত ৮ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন থেকে চসিকে বদলি করা হয়েছিল। এ বিষয়ে জানতে শুক্রবার দুপুরে চসিকের প্রধান নির্বাহী শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
এর আগে ১১ ডিসেম্বর তিনি বলেছিলেন, ঝুলন বাবুর নিয়োগ চসিক থেকে। তাই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে চসিককেই নিতে হবে। তাঁর বিরুদ্ধে আমরা বিভাগীয় মামলা করবো। মেয়রের সঙ্গে আলাপ করেই বাকি সিদ্ধান্ত নেওয়া হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, স্থানীয় সরকার বিভাগের অফিস আদেশ অনুযায়ী প্রকৌশলী ঝুলন কুমার দাশের ১১ ডিসেম্বর চসিকে জয়েন করার কথা ছিল। তবে সেদিন তিনি আসেননি। পরেরদিন ১২ ডিসেম্বর চসিকে যোগদান করেছেন।
নির্ভরযোগ্য সূত্রটি আরো জানায়, প্রকৌশলী ঝুলন কুমার ১১ ডিসেম্বর যোগদান না করলেও তিনি চসিকের প্রধান নির্বাহী শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের মেইল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগদানের আবেদন পাঠিয়েছেন। আর পরেরদিন চসিকে যোগদান করেন।
গত ৮ ডিসেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-২ শাখার উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ সাময়িক বরখাস্ত হওয়া প্রকৌশলী ঝুলন দাশকে রংপুর সিটি করপোরেশন থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনে বদলি করেন। তবে তাকে এখনই চসিকের কোনো দায়িত্বে দেওয়া হবে না বলে জানানো হয়। পৃথক আরেকটি আদেশে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দেন তিনি।
স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব খোন্দকার ফরহাদ আহমদ বলেছিলেন, অভিযোগের সত্যতা পেয়ে এভাবে ঝুলনকে ঝুলিয়ে রাখা যাবে না। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হলে অবশ্যই আগের কর্মস্থল অর্থাৎ চট্টগ্রাম সিটি করপোরেশনকেই নিতে হবে। আর যেহেতু তিনি ওখান থেকেই নিয়োগপ্রাপ্ত; সেজন্যই একটি আদেশে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা এবং আরেকটি আদেশে তাকে চসিকে বদলি করা হয়েছে। সেখানেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।