গাজীপুরের কালিয়াকৈরে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বি এনপি কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে(১৪ ডিসেম্বর)কালিয়াকৈর বাস টার্মিনালে কালিয়াকৈর পৌর বিএনপি ১ ও ২ নং ওয়ার্ডের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। কালিয়াকৈর পৌর বিএনপি'র ১ নং ওয়ার্ডের সভাপতি মহসিন উজ্জামান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি'র শ্রম বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের (ভারপ্রাপ্ত)সাধারণ সম্পাদক হুমায়ুন খান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ, বোয়ালী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আখতার উজ -জামান , কালিয়াকৈর পৌর বিএনপি'র সভাপতি মোয়াজ্জেম দেওয়ান, গাজীপুর জেলা বিএনপি'র সহ-সভাপতি মোখলেসুর রহমান, কালিয়াকৈর পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রেজবী আহমেদ দুলাল, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি হযরত আলী মিলন, গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিনার উদ্দিন, কালিয়াকৈর পৌর ২ নং ওয়ার্ডের শ্রমিক দলের সভাপতি আরমান খান, সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান সহ বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।