গাজীপুরের কালিয়াকৈরে মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে সোমবার সকালে উপজেলার শফিপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫ থেকে ৬ হাজার বিএনপি নেতা-কর্মীর অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর হতে চান্দরা হয়ে মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সফিপুরে এসে মিলিত হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার জনি, কালিয়াকৈর পৌর বিএনপি'র যুগ্মসাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল,কালিয়াকৈর পৌর মৎস্যজীবী দলের সভাপতি ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন, বিএনপি নেতা মনির বাবু, সোহেল রানা বাবুসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও প্রমুখ।