নেত্রকোনার পূর্বধলায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে।এ উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা পরে মুক্তিযোদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, পল্লী বিদ্যুৎ সমিতি, ফায়ার সার্ভিস,আনসার ভিডিপি ও পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পূর্বধলা প্রেসক্লাব ও পূর্বধলা রিপুটার্স ক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উপজেলা পরিষদ চত্তরের মুক্তিযোদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে।
সকাল ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াদ মাহমুদ, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তালুকদার, সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম তালুকদার, বীরমুক্তিযোদ্ধা হারুনুর রশিদ প্রমুখ।
অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে চিত্রাংকন প্রতিযোগিতা, হাসপাতাল, এতিমখানা ও শিশুসদনে উন্নতমানের খাবার পরিবেশন। এছাড়া শহিদ মুক্তিযোদ্ধাদের বিদোহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা।এছাড়া উপজেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস পালন করেছেন।