নেত্রকোণা সক্রিয় সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোণা জেলা শাখা মহান বিজয় দিবস উপলক্ষে কালেক্টরেট প্রাঙ্গণে স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে। কালেক্টরেট প্রাঙ্গণে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোণা জেলা শাখার উপদেষ্টা মণ্ডলীর সদস্য যথাক্রমে প্রবীণ সাংবাদিক অরবিন্দ ধর, হাওর বন্ধু ইকবাল হোসেন, মো: হাবিবুর রহমান, ব্যাংক কর্মকর্তা, আইন উপদেষ্টা অ্যাডভোকেট জহিরুল ইসলাম রানা, সাখাওয়াত হোসেন মাস্টার, সাংবাদিক পিয়াস আহমেদ এবং বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ বিভাগীয় ও নেত্রকোণা জেলা সভাপতি শামীম তালুকদার, সাধারণ সম্পাদক, মহিউদ্দিন তালুকদার, সহ-সভাপতি যথাক্রমে নূর উদ্দিন মন্ডল দুলাল, তরিকুল আলম জামাল, সাংগঠনিক সম্পাদক তানজিলা আক্তার রুবী,সদর উপজেলা শাখার সদস্য সচিব সাংবাদিক সারোয়ার হোসেন,বারহাট্টা উপজেলা আহ্বায়ক প্রভাষক ও সাংবাদিক সুমন আহমেদ প্রমুখ।