চৌদ্দগ্রাম চিওড়া ইউনিয়ন এর অন্তর্গত চিওড়া তেলীগ্রাম স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত মহান বিজয় উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়
মঙ্গলবার তেলীগ্রাম স্পোর্টিং ক্লাবের মাঠে স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাদাৎ মাহমুদের সভাপতিত্বে খেলাটি উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চিওড়া ইউনিয়ন জামায়াতের আমীর শাহ জালাল টিপু , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোরকরা রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক এমদাদুল হক মাসুম,
বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক গুমতি ডিজিটাল সাইন এর মালিক এমরান হোসেন বাপ্পি,চৌদ্দগ্রাম উপজেলা সাবেক ছাত্র নেতা বেলায়েত হোসেন অংকন,বিশিষ্ট সামাজিক ও মানবাধিকার ব্যাক্তিত্ব সফিউল ইসলাম জিয়া,চিওড়া ইউনিয়নের সাবেক ছাত্র নেতা আব্দুল কাইয়ুম,আবুল হায়াত বাদশা
উক্ত খেলায় সঞ্চালনা করেন ধোরকরা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো:-ইয়াসিন
খেলা শেষে চিওড়া ব্লাড ডোনেশন ক্লাবকে ব্রাদার্স ইউনাইটেড ক্লাব ২-৩ গোলে হারিয়েছে পরবর্তি ধাপ নিশ্চিত করেন।
খেলার আয়োজনে যারা ছিলেন
কাজি জহির, সুমন,সাদ্দাম,পলাশ,আজাদ, সোলায়মান, ইউসুফ শহীদ, আজিজ, রফিক, ফাহিম, মহসিন।
পিয়াল,টুটুল,রাহিম,তামিম,সাইফুল,বাবু,নাজিম,অনিল,সৈকত,রাশেদ,নাদিম,সাব্বির,নিপন,রায়হান,নাহিদ, রাহাত।