
রাজশাহীতে বিশুদ্ধ পানি সরবরাহ ও নেসকোর প্রিপেইড মিটার বাতিলসহ ভৌতিক বিল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি সাহেববাজার জিরো পয়েন্টে হয়েছে।ওয়াসার পানির দাম কমানোর দাবিতে জানুয়ারি পর্যন্ত আলটিমেটাম দিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। সেই সঙ্গে প্রিপেইড মিটার প্রত্যাহার, ভুতুড়ে বিল বাতিলসহ দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনার দাবিও জানানো হয়েছে। নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ থেকে এসব দাবি তোলা হয়।
বক্তারা বলেন, ওয়াসা যে পানি নগরবাসীকে সরবরাহ করছে, তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সম্প্রতি ওয়াসার পানিতে ‘কলিফর্ম’ নামের ব্যাকটেরিয়া পাওয়া গেছে, যা মানবদেহের জন্য ক্ষতিকর। অথচ পানির গুণগত মান না বাড়িয়ে অস্বাভাবিক হারে দাম বাড়ানো হয়েছে। বিদ্যুতের সেবার নামে মানুষের পকেট কাটার ছক কষে নেসকো বিদ্যুৎ গ্রাহকের অজান্তেই টাকা লুট করছে। নেসকোর প্রিপেইড মিটার বাতিল ও ভৌতিক বিল আদায় বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, ‘রাজশাহী ওয়াসার পানি পান করে পেটের পীড়া হচ্ছে, মাথার চুল উঠে যাচ্ছে এবং ত্বক নষ্ট হয়ে যাচ্ছে। গণশুনানি করে পানির দাম নির্ধারণ করতে হবে। অস্বাভাবিক হারে পানির দাম বাড়ানো হয়েছে। এটা রাজশাহীর জনগণ ভালোভাবে নেননি। এখন সময় এসেছে। জানুয়ারি পর্যন্ত আলটিমেটাম দিচ্ছি। এ সময়ের মধ্যে পানির দাম কমিয়ে নগরবাসীকে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ করবে। নয়তো আমরা রাজপথে থেকে দাবি আদায় করব।’
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে বক্তারা বলেন, সামনে পবিত্র রমজান মাস। এই মাসের আগেই যে হারে দাম বাড়ছে, তাতে মানুষ খুব কষ্টের মধ্যে আছে। তাই রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীল ব্যক্তিদের এখনই পদক্ষেপ নিতে হবে।