
-
পাবনার ফরিদপুর উপজেলার বনয়নগর ফরিদ পুরের দরিদ্র বাহাদুর আলীর বাড়িতে অগ্নিকান্ডে সবকিছু পুড়ে ভষ্মিভূত হয়ে মানবেতর জীবন যাপন করছেন।জনশ্রুতিতে প্রবাদ রয়েছে,”চোরে সব চুরি করলে ঘর খানা থাকে,আগুনে পুড়লে কিছুই থাকে না।”তারই বাস্তবতা পাবনা জেলার ফরিদপুর উপজেলার খলিশাদহ গ্রামে মৃত আঃ খালেকে প্রাঃ-এর ছেলে বাহাদুর প্রামাণিক বসবাসের একটি ঘর, তার পোষা একটি গরু সম্বল ছিল।
গত ২৫ ডিসেম্বর-২০২৪খ্রিঃ দুপুরে দিকে আকস্মিক ভাবে সৃষ্ট অগ্নিকান্ডে সব কিছু পুড়ে ভষ্মিভূত হয়েছে। অগ্নিকান্ডের উৎস ও কারণ তৎক্ষণিক জানা যায়নি।
ঘড়ে থাকা তার আয়ের শেষ সম্বল গরুটিও আগুনে পুড়ে ছাই হয়েছে।সর্বশান্ত পরিবারটি বর্তমানে দিশেহারা হয়ে পাগলের মতো মানবেতর জীবন যাপন
করছেন।