
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সৈয়দ একরামুল হক হারুন বলেছেন মাদক মুক্ত সমাজ গঠনে যুবক ও তরুনদেরকে পড়ালেখা, খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। সমাজ থেকে কিশোরগ্যাং, মাদক বিভিন্ন অপরাধকে দূর করতে হবে। বিভিন্ন অপরাধ মুলক কাজ ছেড়ে দিতে হবে,যারা পড়া লেখা করে না তারা কর্ম করতে হবে, বেকার থাকা যাবে না। তাহলে সমাজে অপরাধ থাকবে না, সমাজে সুন্দর পরিবেশ ফিরে আসবে।
২১ ডিসেম্বর ( শনিবার) রাতে ভাজনকরা ইয়াং ষ্টার কতৃক আয়োজিত রাত্রিকালিন ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইলান খেলায় পুস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সৈয়দ একরামুল হক হারুন এই সব কথা বলেন।।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জামায়াতে ইসলামীর উপজেলা কর্মপরিযদ সদস্য মো: সাহাব উদ্দিন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জহির উদ্দিন রাসেল। বিশিষ্ট সাংবাদিক নেতা এফ এম রাসেল পাটোয়ারী। জামায়াতে ইসলামীর ইসলামীর ৬ নং ওয়াড় সভাপতি মনির আহম্মেদ মানিক। জামায়াত নেতা একরামুল হক কুসুম।।এ সময় উপস্হিত ছিলেন সৈয়দ রাহায়, ক্লাব সদস্য সোহেল,পলাশ,আভি,বাবুসহ এলাকার গন্যমমান্য বক্তিবর্গ।খেলায় ভাজনকরা ইয়াং স্টার ক্লাবকে পরাজিত করে পদুয়া সামির কম্পিউটার বিজয় লাভ করে।
