
নিজামপুর সমাজ কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির বার্ষিক সাধারণ সভা গত ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ছোট কমলদহস্থ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ডা. মানিক লাল দাশ গুপ্ত। সহ সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দাশ ও সাংগঠনিক সম্পাদক নিতাই চন্দ্র দাশের যৌথ সঞ্চালনায় সভায় এসএসসি এবং এইচএসসি পরিক্ষায় ১৪০ জন উত্তীর্ণ শিক্ষার্থী ও ৬৬ জন আজীবন সদস্যকে সন্মাননা স্মারক প্রদান, ৫ জন অসহায় নারীকে সেলাই মেশিন বিতরণ,অতিথিদের সন্মাননা স্মারক প্রদান করা হয়। উপদেষ্টা পরিষদের সদস্য সচিব স্বপন কুমার দাশ, সামাজিক বিধিবিধান সম্পাদক রতি রঞ্জন দাশ, সাধারণ সম্পাদক রতন কুমার দাশ, সহ-সাধারণ সম্পাদক অর্জুন কুমার দাশ,প্রচার সম্পাদক স্বপন কুমার দাশ, শিক্ষা সম্পাদক কাঞ্চন দাশ, শংকর দাশ, অসিম দাশের ব্যবস্থাপনায় সভাপতি বলেন, অরাজনৈতিক সেবামূলক সামাজিক সংগঠন নিজামপুর সমাজ কল্যাণ সমিতি প্রতিবছর বিভিন্ন সেবামূলক কাজ করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।
বক্তব্য রাখেন, উপদেষ্টা শিবু চন্দ্র দাশ মাষ্টার, কৃষ্ণধন দাশ,আশুতোষ দাশ, অনিল বরন দাশ, মাস্টার স্বপন কুমার দাশ, অধ্যাপক প্রদীপ কুমার দাশ, ব্যবসায়ী লায়ন লিটন কান্তি দাশ, ব্যবসায়ী যদু চন্দ্র দাশ, প্রকৌশলী অজয় দাশ, প্রকৌশলী সুবর্ণা সরকার ডা.অসীম দাশ,ডা:দীপ্তি দাশ, সাংবাদিক বিপুল দাশ প্রমূখ।