
শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের শাস্তিসহ পাঁচ দফা দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুবয়েট) শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি শুরু করেন। বেলা একটা পর্যন্ত তাঁরা সড়কে ছিলেন। এতে রাজশাহীর অন্যতম প্রবেশমুখ বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এর আগে শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে রুয়েটে শহীদ মিনারে জড়ো হন। সেখানে সিদ্ধান্ত নেন, দাবিগুলো না মানা পর্যন্ত তাঁরা সড়ক অবরোধ করবেন। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সড়কটিতে যান। এদিন ক্লাস-পরীক্ষাও বর্জন করা হয়েছে। উল্লেখ্য, কিছু দিন আগে রুয়েট শিক্ষার্থীদের সাথে ভদ্রার ব্যবসায়ীরা মারধর করে।
