প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৯:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২, ২০২৫, ৯:৪৮ অপরাহ্ণ
চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের ৩৩ বছর পূর্তি অনুষ্টান সম্পন্ন

- চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সভাপতি ও সাংবাদিক নেতা নাজিমুদ্দিন শ্যামল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ এর উপস্থাপনায় চলচ্চিত্রের ৩৩ বছর পদার্পণ উপলক্ষে এক আনন্দ সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় চলচ্চিত্র কেন্দ্রের জন্মলগ্ন হতে বিগত দিনের নানা সফলতা নিয়ে বক্তব্য রাখেন - মিজানুর রহমান, ফারুক ইসলাম, লায়ন নাজমুল হুদা এমজেএফ, লায়ন শিবুল সেন, মো: কামাল, কাবেরি আইস, লায়ন উজ্জ্বল বড়ুয়া, চলচ্চিত্র কর্মী মুরাদ হাসান, লায়ন মো: মুছা, মি. কল্লোল বড়ুয়া এবং আরও উপস্থিত ছিলেন জনাব হাসান, জনাব নাইমুল প্রমূখ। সমাপনী বক্ত্যবে সভাপতি বলেন চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র চট্টগ্রামে একমাত্র সরকার নিবন্ধিত প্রতিষ্ঠান যারা সুস্থধারার চলচ্চিত্র আন্দোলনে নিজেদের অবদান রেখে চলেছে। চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র বিশ্বাস করে একটি সুস্থ ধারার সিনেমাই পারে সমাজের আমুল পরিবর্তন উপহার দিতে।
Copyright © 2025 বাংলা খবর পত্রিকা. All rights reserved.