
প্রগতিশীল নাগরিক সমাজ -এর উদ্যোগে নাগরিক সমাবেশ ও আলোচনা সভা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইংরেজি নববর্ষ উপলক্ষে উক্ত সভায় সভাপতির বক্তব্যে হায়দার আলী চৌধুরী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হতে উদ্বৃতি দিয়ে বলল, “মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা “। নূতন বছর উদযাপন মানে নতুন আমেজ, নতুন শক্তি, নতুন পথচলা। বিগত বছরের সকল গ্লানি মুছে নতুন উদ্দীপনায় সামনের দিকে এগিয়ে চলার শপথ গ্রহণের দিন হোক আজ। তিনি সারা বিশ্বের মানুষেরা অতীতের সকল হিংসা-বিদ্বেষ, হানাহানি, মারামারি, বিভক্তি বিভেদ ভুলে গিয়ে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান।আরো বক্তব্য রাখেন, মোহাম্মদ শাহজাহান, আনোয়ার হোসেন চৌধুরী, মোহাম্মদ শিপন, বিশ্বজিৎ দাশ, রাহেনা বেগম, শাহনাজ আক্তার, অপু রাণী , রোজিনা আক্তার ও খুরশীদা বেগম প্রমুখ।