
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নাড়ুয়াহাটি গ্রামের মোস্তফা মোল্লার স্ত্রী ৪ সন্তানের জননী পারভীন বেগম (৩৫) গলায় কাপুড় পেচিয়ে আত্মহত্যা করেছে বলে নিহতের স্বজনরা জানান। দিকে ঢেঁকি ঘরের বাঁশের আড়ার সাথে স্ত্রী পারভীন বেগম এর লাশ ঝুলন্ত অবস্থা দেখেতে পায় তার স্বামী মোস্তফা মোল্লা।
মোস্তফা মোল্লা বলেন আমি নসিমন গাড়ি চালাই। রাতে বাড়িতে আসি আমাকে ভাত খাইতে বলে সে আরও বলে যে তুমি ভাত না খাইলে আমি কিন্তু আত্মহত্যা করবো।আমি তাকে বলছি যা তুই আত্মহত্যা করগ্যা।পরে আমার মা বলে মোস্তফা তোর বউ কি তোর ঘরে গেছেনি সেতো ঘরে নাই।ঘর থেকে বের হয়ে খুজি এবং ঢেঁকি ঘরের দরজা খুলে দেখি আড়ার সাথে ঝুলে আছে। আমার স্ত্রীর ঝুলন্ত লাশ মাটিতে নামাই।

আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট শেষ করেন।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলী বলেন,আত্মহত্যার খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনা স্থলে যাই। লাশের সুরতহাল রিপোর্ট শেষ করি। নিহতের পরিবার থেকে কোন অভিযোগ না পাওয়ায় ও গ্রামবাসীর সুপারিশে লিখত রেখে লাশ ময়নাতদন্ত সম্ভব হয়নি।
