নেত্রকোনায় (৫ জানুয়ারী) রবিবার সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার।
নেত্রকোণার জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে নেত্রকোণা কালেক্টরেট স্কুলে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
এসময় আমন্ত্রিত অতিথিরা সাইবার সিকিউরিটি নিয়ে নেত্রকোণা কালেক্টরেট স্কুলের উপস্থিত ৯ম/১০ম শ্রেনীর শিক্ষার্থীদের সাইবার সিকিউরিটি নিয়ে বিভিন্ন পরামর্শ দেন।