
রাজশাহীর মোহনপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে ৫ কেজি গাঁজা সহ ২জনকে আটক করেছে ডিবি পুলিশ।থানা সূত্রে জানা যায়,আসামীরা হলেন ঘাসিগ্রাম ইউনিয়নের আতানারায়ন পুর গ্রামের মৃত বেলাল সরদারের ছেলে আরমান সরদার (২৬) ও সাকোঁয়া গ্রামের ইলিয়াছ আলীর ছেলে সালাউদ্দিন (২১) গোপন সংবাদের ভিত্তিতে এস আই মাহাবুব আলম সঙ্গীয় ফোর্স নিয়ে আসামীর নিজ বাড়ির এলাকা হতে গাঁজা সহ আটক করেন। যাহার প্রেক্ষিতে মোহনপুর থানার মামলা নং-০৮ তারিখ-০৫/০১/২০২৫ ইং, ধারা: ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ রুজু হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজার আনুমানিক মূল্য ২,০০,০০০/- টাকা। তারা বিভিন্ন জায়গায় বিক্রি করার জন্য এই গাজা নিয়ে আসে।