প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ১২:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৭, ২০২৫, ১:১১ পূর্বাহ্ণ
প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতা অর্জন নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে ল্যাপটপ বিতরণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অধীনে প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন শীর্ষক "হার-পাওয়ার প্রকল্প" এর ৩য় পর্যায়ের ওমেন আইটি সার্ভিস প্রোভাইডার ক্যাটাগরিতে ৪ ব্যাচের ২০ জন করে মোট ৮০ জন নারী প্রশিক্ষণার্থীদের মাঝে উপজেলা আইসিটি কর্মকর্তা মিজানুর রহমান বিনামূল্যে ১ টি করে ল্যাপটপ প্রশিক্ষণার্থীদের হাতে তুলে দেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা বলেন, ‘হার পাওয়ার প্রকল্পে’ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করছি, যা আমাদের আগামী দিনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ সরকারিভাবে ল্যাপটপ পেয়েছি।
প্রশিক্ষণ শেষে আমরা ঘরে বসে উপার্জন করতে পারবো। নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারকেও স্বাবলম্বী করতে পারবো।
Copyright © 2025 বাংলা খবর পত্রিকা. All rights reserved.