আজঃ মঙ্গলবার ২৯ এপ্রিল, ২০২৫

দূ্র্গাপুরে পূর্ব শত্রুতার জের ধরে মারামারি

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মারামারিতে এক শিক্ষানবিশ আইনজীবীসহ পাঁচজন আহত হয়েছেন। উপজেলার পুরান তাহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সবাইকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন পুরান তাহিরপুর গ্রামের সাইদুর রহমান (৪২), তাঁর ভাই মো. বাহাদুর (৪০) ও মো. বাবুল (৩৫) এবং তাঁদের প্রতিবেশী আক্কাস আলী (৫৫) ও তাঁর ছেলে রুবেল হক (৩০)। সাইদুর রহমান ও তাঁর দুই ভাইয়ের সঙ্গে প্রতিবেশী আক্কাস ও তাঁর ছেলে রুবেলের বিরোধ পুরোনো।

রুবেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আইন ও বিচার বিভাগে পড়াশোনা শেষ করে ঢাকা জেলা জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করছেন। সাইদুর রহমানের দাবি, আক্কাসের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আর তাঁরা বিএনপি।

সাইদুর রহমান বলেন, আক্কাস আলী ও তাঁর ছেলে রুবেলের সঙ্গে প্রায় তিন বছর ধরে তাঁদের বিরোধ চলছে। ইতিপূর্বে কয়েক দফা তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। ওই ঘটনায় তাঁরা মামলা করেছেন। মামলায় আপস না করার কারণে গতকাল তাঁদের ওপর হামলা চালানো হয়। চায়নিজ কুড়ালের আঘাতে তাঁদের তিন ভাইয়ের সবায় মাথায় জখম হয়েছে। হামলায় সাইদুরের হাতও ভেঙেছে।

আর শিক্ষানবিশ আইনজীবী রুবেল হকের দাবি, তাঁদের ওপরও ইতিপূর্বে কয়েক দফা হামলা হয়েছে। সেসব ঘটনায় তাঁরাও দুটি মামলা করেছেন। আবার সাইদুর রহমানদের পক্ষ থেকেও তাঁদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। তিন ভাই পরিকল্পিতভাবে তাঁদের ওপর হামলা করেছেন। তাঁরাও আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, ‘পূর্ববিরোধের কারণে প্রতিবেশীদের মধ্যে মারামারির ঘটনায় দুপক্ষের লোকজনই আহত হয়েছে। একপক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

তরুণ দলকে জাতীয়তাবাদের আদর্শে ঢেলে সাজাতে তরুণ দলের কার্য পরিকল্পনার আলোচনা সভা ও প্রতিবাদী মিছিল।

বি,এন,পির, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান এর নির্দেশনা মোতাবেক ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং গাজা সহ ভারতে মুসলমানদের উপর নির্মম অত্যাচারের প্রতিবাদে চট্টগ্রাম বিভাগীয় তরুণ দল (চট্টগ্রাম মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা) নেতা কর্মীদের নিয়ে চট্টগ্রাম বিভাগীয় তরুণ দলকে জাতীয়তাবাদের আদর্শে ঢেলে সাজাতে তরুণ দলের আগামী কার্য পরিকল্পনার আলোচনা সভা ও প্রতিবাদী মিছিল করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় তরুণ দল এর অফিস কার্যালয়ে সভা আয়োজিত হয় উক্ত আলোচনা সভায় চট্টগ্রাম বিভাগীয় তরুণ দলের টিম প্রধান ও তরুণ দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহ-সভাপতি -লায়ন রাসেল মির্জা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক- আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , তরুণ দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক- সোহেল সওদাগর, সহ সাংগঠনিক সম্পাদক- মোঃ দিদার, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- সাইদুর রহমান, ৩৮ নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি- আলি আজম, এডভোকেট আবু হানিফ, মোঃ ফারুক, সিএনজি অটো রিক্সা শ্রমিক দল চট্টগ্রাম মহানগর সভাপতি – রাকিব।
এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর তরুণ দল সংগঠক আব্দুল কাদের , জাহিদুল ইসলাম , হাসান, মহানগর তরুণ দল থানা আহ্বায়ক- আবদুল সালাম টিপু (ডবলমরিং ), আহ্বায়ক- ফরহাদ মাহমুদ ও সদস্য সচিব সাকিল (বায়েজিদ) , রাসেল উদ্দিন (চট্টগ্রাম দক্ষিণ জেলা), সহ সাধারণ সম্পাদক – সানি (সদরঘাট)
পারভেজ, কাজী মোঃ নোমান, দিদার, শাকিল, হারুন, এমরান, রুবেল, সুমন, মিন্টু, ইব্রাহিম বাপ্পি, মুন্না, আরাফাত, আলামিন, মোমিন, আরিফ, সবুজ, রফিকুল, ফারুক, সোহেল
সহ চট্টগ্রাম মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা তরুণদল নেতৃবৃন্দ।

এসময় আলোচনা সভা শেষ করে নেতা কর্মীরা একটি প্রতিবাদী মিছিল করে যাহা “চট্টগ্রাম ইপিজেড থেকে শুরু হয়ে সিমেন্স হোস্টেল” সমাপ্তি ঘোষণা করেন।

রুয়েট ছাত্র-ছাএীদের তিন দফা দাবিতে বিক্ষোভ

রুয়েট ছাত্র-ছাত্রীরা তিন দফা দাবিতে বিক্ষোভ করেছে । রাজশাহীর ভদ্রার মোড়ে দশম গ্রেড সবার জন্য উন্মুক্ত করা হোক। দশম গ্রেড, থেকে পরীক্ষার মাধ্যমে প্রমোশন নিয়ে নবম গ্রেডে আসতে হবে।

প্রকৌশলী শুধু প্রকৌশলী দের অধিকার। বি,এস ,সি, পাশ না করেও ডিপ্লোমা পাশ করে প্রকৌশলী লিখছেন। প্রকৌশলী লিখতে বি,এস,সি, পাশ করতে হবে। বি,এস,সি পাশ হলে, প্রকৌশলী নামের পূর্বে বা পরে লিখা যাবে । সকল প্রকার বৈষম্য দূর করে রুয়েট ছাত্র-ছাত্রীরা এই আন্দোলন করছেন। ছাত্র-ছাত্রীরাদের সাথে, রুয়েট কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। ছাত্র-ছাত্রীরা রুয়েট কর্তৃপক্ষকে এবং জেলা প্রশাসককে স্মারকলি, প্রদান করেন। ছাত্র-ছাত্রীদের প্রত্যাশা তাদের এই দাবি সরকার দ্রুততম সময়ের মধ্যে মেনে নিবেন, অন্যথায় পরবর্তীতে কঠোর আন্দোলনে
যাবেন তারা।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ